CSA Free Online Model Test-8{SSC Chemistry Chapter 3+ Biology Chapter 4}
১। এই পোস্টের নিচের দিকে স্ক্রল করলেই প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন ওপেন হবে রাত ১০টায় এই পোস্টের নিচের দিকে স্ক্রল করলেই । পরীক্ষার সময় ২৫ মিনিট। নির্ধারিত সময়ের পরে উত্তর সাবমিট করলে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর থাকলেও অন্তর্ভুক্ত করা হবে না।
২। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রশ্নে উল্লেখিত নম্বর পাওয়া যাবে।। আরো পরীক্ষার সময়সূচী রেজাল্ট নিয়ে বিস্তারিত পোস্ট দেখতে আমাদের পেইজে চোখ রাখো। আমাদের পেইজের লিংক – https://www.facebook.com/creativestudyacademybd
৩।পরিচয় প্রশ্নগুলো অবশ্যই উত্তর করতে হবে , SUBMIT অপশন থাকলেও, উত্তর submit করতে পারবে না।
৪। পরীক্ষা শেষে সব নিয়ম মেনে উত্তর সাবমিট করলে সাথে সাথেই স্কোর জানতে পারবে ও সঠিক উত্তর দেখতে পারবে । 10:25 মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার্থী তার উত্তর সাবমিট করবে।
৫। পরীক্ষার সময় সাথে অবশ্যই রাফ-খাতা, কলম ও ক্যালকুলেটর রাখবে।
৬। প্রতিটি MCQ প্রশ্নের জন্য চারটি করে option আছে। সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করতে হবে। কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকলে সবচেয়ে কাছাকাছি উত্তরটি বাছাই করতে হবে।