ছন্দে ছন্দে পর্যায় সারণীর ১১৮টা মৌল মনে রাখার সমাধান

পর্যায় সারণীকে রসায়নের ভিত্তি বলা হয়। রসায়ন জানতে ও শিখতে গেলে পর্যায় সারণী মাথায় রাখার বিকল্প নেই।আর ১১৮টা মৌল মূখস্ত করা তো চারটাখানি কথা নয়, তাই জন্যেই যদি ছন্দ আকারে মনে রাখা যায় তাইলে অনেক সুবিধা হয়। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন আমাদের আজকের আলোচনা ছন্দে ছন্দে পর্যায় সারণী পর্যায় সারণী১১৮টা মৌল মনে রাখার সমাধান পেয়ে যাবেন নিচের ছবিগুলোতে আর আপনি যদি স্মার্টফোনের মাধ্যমে এখানে এসে থাকেন তাইলে ছবিগুলোর লেখা স্পষ্টভাবে দেখার জন্য স্মার্টফোনটি অটো-রোটেট অপশানের মাধ্যমে রোটেট করে দেখুন


আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তীতে থাকবে আরো কিছু নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি।