এইচএসসি ২০২৩ সালের পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ২৬ নভেম্বর তারিখ সকাল ১১:০০টায় এইচএসসি পরীক্ষা ২০২৩- এর ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিন্নে উল্লিখিত যে কোন পদ্ধতিতে করা যাবে।
(১) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://dhakaeducationboard.gov.bd/) Result কর্নার-এ ক্লিক করে
শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্টি করে প্রতিষ্ঠানভিত্তিক Result Sheet Download করা যাবে।
(২) https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result Sheet Download করতে পারবে ।
(৩) পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিশ্রোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে:
HSC Board Name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণঃ
HSC Dha 123456 2023 Send to 16222.
Source: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
Tag: hsc result 2023 bd, hsc result 2023 published date
hsc 2023 result date in bangladesh, education board result 2023, www.educationboard.gov.bd hsc result 2023, hsc result 2023 marksheet with number, hsc result 2023 published date and time, dhaka education board result