hsc-2026 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML(৪র্থ অধ্যায়) এক নজরে


ওয়েবসাইট একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় । একটি ওয়েবসাইটে কতগুলো ওয়েবপেজ কানেক্ট থাকে যেমন -ভর্তি পরীক্ষার সার্কুলার, পরীক্ষার আসন,পরীক্ষার রেজাল্ট, ভর্তির নোটিশ, প্রতিষ্ঠানের সিলেবাস ইত্যাদি যুক্ত থাকে।

•ওয়েব পেজ /ওয়েব ডকুমেন্টঃ
ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোন জায়গা থেকে দেখতে পারে।ওয়েব পেইজে লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। সরাসরি এইচটিএমএল এর মাধ্যমে অথবা অন্য কোন টুলস এর মাধ্যমে অথবা অন্য কোন টুলস এর মাধ্যমে ওয়েবপেইজ তৈরি করে এইচটিএমএল এ কনভার্ট করা যায় ।ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা যায়। একটি ওয়েবপেইজের সাথে অন্য পেজের লিংক তৈরি করা যায়। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোন পেইজকে ওয়েবপেজ বলা হয়।

হোম পেইজ কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোমপেইজ বলে।

এইচটিএমএল(HTML) এর ধারণা

টইচটিএমএল(HTML-HYPERTEXT)হলোঃ ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কআপ ল্যাংগুয়েজ।MARKUP LANGUAGE মূলত
টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা ।১৯৮৯ সালে টিম বার্নার্স-লি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে। তার ধারণা ছিল ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন তাদের নিজস্ব দেশে বসেই CERN– এর কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে ।১৯৯০ সালের দিকে টিম বার্নার্স- লি (Tim Berners lee ) এ ভাষার প্রাথমিক রূপদান করেন। Mark-up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা। আমরা ওয়েব পেজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML এ লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।

ডোমেইন নেম

ডোমেইন নেম আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।যেমনঃআইপি অ্যাড্রেস 173,248,140,183 এর পরিবর্তে www.fafkhata.com ডোমেইন নেম ব্যবহার করা যায় । ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়। যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে DNS(Domain Naming System)বলে।ডোমেইন নেমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল
ডোমেইন বলা হয়। এটি দেখে সহজেই বুঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *