SSC Math All Board M.C.Q Question & Answer 2020.. গণিত ২০২০ সালের সকল বোর্ডের M.C.Q প্রশ্ন( এস.এস.সি)
প্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা করোনার এই সময়ে স্কুল বন্ধ থাকলেও তোমাদের পড়াশুনা যাতে বন্ধ না থাকে সেজন্য আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পোস্ট করার মাধ্যমে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করছি। আর বরাবরের মতো আজকেও আমরা পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের টপিক থাকবে ২০২০ সালের গণিত সকল বোর্ডের এম সি কিউ প্রশ্ন এবং তার সমাধান। এসএসসি পরীক্ষা হোক না হোক তার জন্য প্রিপারেশন রাখাটাই সবচেয়ে ভালো হবে। তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো বিগত বছরগুলো বোর্ড প্রশ্ন সমাধান করা। আর আমরা উদ্যোগ নিয়েছি ২০২০ সালের সকল বোর্ডের প্রশ্ন ও উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এই উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে আমাদের আজকের পোস্টে থাকবে গণিত বিষয়ের ২০২০ সালের সকল বোর্ড এম.সি.কিউ প্রশ্ন আর উত্তর। আমরা আশা করছি এই প্রশ্নগুলোর সমাধান করার মাধ্যমে নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারবে।
।আর গণিতের মতো অন্যান্য বিষয়ের ২০২০ সালের বোর্ড প্রশ্ন(M.C.Q & C.Q) এবং উত্তর আপলোড হবে আমাদের এই ওয়েবসাইটেই৷। তাই আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখো এবং এর মাধ্যমে পড়াশোনার জন্য উপকৃত হতে পারবে ইনশাল্লাহ।