ধ্বনিতত্ব- বাংলা ব্যাকরণ। সহজে মনে রাখার টেকনিক। SSC Bangla 2nd Paper Chapter 2
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম। আমাদের আজকের পোস্টে থাকছে বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনিতত্বের উপর তৈরি করা হ্যান্ডনোট। এই হ্যান্ডনোটে বইয়ের ১২পৃষ্ঠার অধ্যায়কে সহজ এবং সাবলীল ভাষায় মাত্র ৩ পৃষ্ঠায় উপস্থাপন করা হয়েছে। হ্যান্ডনোটটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য যা পরীক্ষায় কমন আসতে পারে তা নিয়ে তৈরি করা হয়েছে। আশাকরি হ্যান্ডনোটটি তোমাদের কাজে লাগবে। হ্যান্ডনোটটি পৃষ্ঠার নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবে অথবা হ্যান্ডনোটের উপরে ডান ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করতে পারবে।