বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়

বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়(হ্যান্ডনোট)। মনে রাখার শর্টকাট টেকনিক। SSC Bangla 2nd Paper Chapter 1

❓❓বর্ণের বিন্যাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়??
উত্তরঃ ধ্বনিতত্ব। ✍️✍️ বর্ণের বিন্যাস এর অপর নাম ধ্বনির প্রতীক এবং নিচের নোটে বর্ণিত টেকনিক দ্বারা আমরা পাই যে ধ্বনি সংক্রান্ত সকল বিষয় ধ্বনিতত্বের আলোচ্য বিষয়। তাই, বর্ণের বিন্যাস ধ্বনিতত্বের আলোচ্য বিষয়

❓❓এক কথায় প্রকাশ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়??
উত্তরঃ বাক্যতত্ব/পদক্রম। ✍️✍️ এক কথায় প্রকাশ এর অপর নাম বাক্য সংকোচন। আর নিচের হ্যান্ডনোটে বর্ণিত টেকনিক থেকে আমরা পাই যে বাক্য/পদ থাকলেই তা বাক্যতত্বের আলোচ্য বিষয়। তাই এক কথায় প্রকাশ বাক্যতত্বের আলোচ্য বিষয়।

❓❓বিপরীতার্থ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়??
উত্তরঃ অর্থতত্ব। ✍️✍️ বিপরীতার্থ= বিপরীত+অর্থ। আর নিচের হ্যান্ডনোটে বর্ণিত টেকনিক থেকে আমরা পাই যে অর্থ যুক্ত থাকলেই তা অর্থতত্বের আলোচ্য বিষয়। তাই বিপরীতার্থ অর্থতত্বের আলোচ্য বিষয়।

❓❓উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়??
উত্তরঃ শব্দতত্ব বা রূপতত্ব। ✍️✍️নিচের হ্যান্ডনোটে বর্ণিত টেকনিক থেকে আমরা পাই যে ধ্বনিতত্ব, বাক্যতত্ব ও অর্থতত্বের আলোচ্য বিষয় ব্যতীত আর যত বিষয় আছে তা শব্দতত্বের আলোচ্য বিষয়। তাই উপসর্গ অর্থতত্বের আলোচ্য বিষয়।

🔰পরীক্ষায় এমন সব প্রশ্নের নির্ভুল উত্তর নিমেষেই দিতে এখনই নিচের হ্যান্ডনোটটি ভালো করে অধ্যায়ন করে ফেলো।