SSC Physics Chapter-1 Exam। এস.এস.সি.পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় অনলাইন টেস্ট

পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা –

১। এই পোস্টের নিচের দিকে স্ক্রল করলেই প্রশ্ন পেয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন ওপেন হবে রাত ১০টায় এই পোস্টের নিচের দিকে স্ক্রল করলেই । পরীক্ষার সময় 25 মিনিট। নির্ধারিত সময়ের পরে উত্তর সাবমিট করলে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর থাকলেও অন্তর্ভুক্ত করা হবে না।

২। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রশ্নে উল্লেখিত নম্বর পাওয়া যাবে।। আরো পরীক্ষার সময়সূচী রেজাল্ট নিয়ে বিস্তারিত পোস্ট দেখতে আমাদের পেইজে চোখ রাখো। আমাদের পেইজের লিংক – https://www.facebook.com/creativestudyacademybd

৩।পরিচয় প্রশ্নগুলো অবশ্যই উত্তর করতে হবে , SUBMIT অপশন থাকলেও, উত্তর submit করতে পারবে না।

। ৪। পরীক্ষা শেষে সব নিয়ম মেনে উত্তর সাবমিট করলে সাথে সাথেই স্কোর জানতে পারবে ও সঠিক উত্তর দেখতে পারবে । 10:25 মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার্থী তার উত্তর সাবমিট করবে।

৫। পরীক্ষার সময় সাথে অবশ্যই রাফ-খাতা, কলম ও ক্যালকুলেটর রাখবে।

৬। প্রতিটি MCQ প্রশ্নের জন্য চারটি করে option আছে। সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করতে হবে। কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকলে সবচেয়ে কাছাকাছি উত্তরটি বাছাই করতে হবে।

Please enter your email:

1. Participant Name

2. School Name, district

3. SSC Batch(year)  —- Such as : 2021,2022,2023 etc

4. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন কে?

 
 
 
 

5. d ব্যাস ও h উচ্চতাবিশিষ্ট কোনাে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?

 
 
 
 

6. কোনাে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সে.মি. হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত?

 
 
 
 

7. রৈখিক স্কেল পাঠ 4mm এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 50 হলে তারের ব্যাস কত mm (লঘিষ্ট ঘণন 0.01)?

 
 
 
 

8. ক্যালকুলাস আবিষ্কার করেন কে?

 
 
 
 

9. নিচের কোনটি মৌলিক রাশি?

 
 
 
 

10. যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলােগ্রাম ধরা হয় তার ব্যাস কত?

 
 
 
 

11. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?

 
 
 
 

12. উইন্ডমিল এর উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?

 
 
 
 

13. মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল এর সমন্বিত ব্যবহারে নিট পাঠ পাওয়া গেল 12.66 cm. ভার্নিয়ার সমপাতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? (দেয়া আছে প্রধান স্কেলের পাঠ 12.6cm)

 
 
 
 

14. ভর পরিমাপের আদর্শ ‘ কিলােগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে উহার ব্যাসার্ধ কত সে.মি.?

 
 
 
 

15. কোন দু’জন বিজ্ঞানী আবিষ্কার করেন যে “ নিউক্লিয়াস ফিশনযােগ্য?

 
 
 
 

16. বায়ুপাম্প কে আবিষ্কার করেন?

 
 
 
 

17. আলােকবিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়?

 
 
 
 

18. একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 0.05 m, ভার্নিয়ার সমপাতন 6 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm. দণ্ডটির দৈর্ঘ্য কত?

 
 
 
 

19. নিচের উদ্দীপকের আলােকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
| পিচ 0.5 mm এবং লঘিষ্ঠ গণন 0.01 mm বিশিষ্ট একটি স্কু-গজের সাহায্যে তারের ব্যাস 7.28 mm পাওয়া গেল।

বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত?

 
 
 
 

20. নিচের উদ্দীপকের আলােকে প্রশ্নের উত্তর দাও:
| পিচ 0.5 mm এবং লঘিষ্ঠ গণন 0.01 mm বিশিষ্ট একটি স্কু-গজের সাহায্যে তারের ব্যাস 7.28 mm পাওয়া গেল।

তারের ব্যাস মাপার জন্য
i) বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরাতে হবে (ii) বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরাতে হবে।
(iii) বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728

 
 
 
 

21. একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে দেখা গেল তার প্রধান স্কেল পাঠ 6 cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm, দণ্ডটির দৈর্ঘ্য কত?

 
 
 
 

22. কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন?

 
 
 
 

23. কে দেখিয়েছিলেন, বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলাে গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে?

 
 
 
 

24. কোনটি সবচেয়ে ছােট একক?

 
 
 
 

25. স্কু এর সরণকে কী বলে?

 
 
 
 

26. এক পিকোমিটার সমান কত মিটার?

 
 
 
 

27. 10 ফেমটোমিটার = কত মিটার?

 
 
 
 

28. পদার্থের পরিমাণের এস.আই একক কোনটি?

 
 
 
 

29. বর্তমানে বাদ্যযন্ত্র ও সংগীত বিষয়ে যে স্কেল রয়েছে তা তারের কম্পন বিষয়ক নিম্নের কোন প্রাচীন বিজ্ঞানীর অনুসন্ধা
অবদান?

 
 
 
 

30. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত নিচের কোন প্রাচীন বিজ্ঞানী?

 
 
 
 

31. দীপন তীব্রতার মাত্রা কোনটি?

 
 
 
 

32. 2m ব্যাসার্ধের গোলকের আয়তন কত m³?

 
 
 
 

33.