SSC Physics Chapter-2 {Mathematical Ques & Solutions (Part-01) Pdf Note. এস.এস.সি.পদার্থবিজ্ঞান ২য় অধ্যায়

সর্বশেষ হালনাগাদঃ ৪ জুলাই,২০২২

পদার্থবিজ্ঞান বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার “গতি“। এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ডে সৃজনশীল এবং নৈবত্তিক প্রশ্ন আছে, আর সেজন্যই আজকের পোস্টে থাকছে পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় এর বেশকিছু গাণিতিক সমস্যাবলি নিয়ে তৈরি করা পিডিএফ নোট। আশাকরি নোটটি সবাই ভালো করে অধ্যায়ন করে নতুন কিছু জানতে ও শিখতে পারবেন।      

এই নোটে যা যা থাকছেঃ

  • দূরত্ব ও সরণ সম্পর্কিত বেসিক আলোচনা,
  • দূরত্ব ও সরণ নিয়ে বোর্ড পরীক্ষায় আসা বেশ কিছু গাণিতিক সমস্যাবলি,
  • গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র থেকে বিভিন্ন গাণিতিক সমস্যাবলী,
  • সমবেগ,সুষম বেগ,সম ত্বরণ, অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর, মুক্তভাবে পড়ন্ত বস্তু লেখচিত্র,
  • ভেক্টর রাশি ও স্কেলার রাশির মনে রাখার শর্টকাট টেকনিক,
  • রাইফেলের গুলি সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী যেমন গুলির বেগ এত গুণ করা হলে অনুরূপ আরও কয়েকটি তক্তা ভেদ করতে পারবে এরকম অংক ,
  • বাস্তব জীবনের উদাহরণের উপর ভিত্তি করে বিগত বছরে বিভিন্ন স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় আসা বেশকিছু গাণিতিক সমস্যাবলি।

পিডিএফ ডাউনলোড করার জন্যে গুগল ড্রাইভ থেকেই নিজের গুগল একাউন্টে সাইন ইন থাকা বাধ্যতামূলক। তাই যদি ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে আমাদের ওয়েবসাইটের এই পেইজ টি টপ রাইট কর্নারে 3DOT মেনু তে ক্লিক করে Open In Chrome করবেন, আশাকরি সমস্যা সমাধান হয়ে যাবে।