SSC Physics Chapter-7, Part 2(Mathematical Question & Solutions). এস.এস.সি.পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায়

পদার্থবিজ্ঞান বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার “শব্দ ও তরঙ্গ”। এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ডে সৃজনশীল এবং নৈবত্তিক প্রশ্ন আসে, আর সেজন্যই আজকের পোস্টে থাকছে পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় এর বেশকিছু গাণিতিক সমস্যাবলী ও সমাধান নিয়ে তৈরি করা ২য় পর্বের পিডিএফ নোট। আশাকরি নোটটি সবাই ভালো করে অধ্যায়ন করে তোমরা নতুন কিছু জানতে ও শিখতে পারবে। আর প্রতিনিয়ত নতুন হ্যান্ডনোট পেতে নিজের মোবাইলে পেতে আমাদের মোবাইল অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।

এই নোটে যা যা থাকছেঃ

  • ‘কম্পাঙ্ক, কম্পন সংখ্যা এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক’ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী
  • ‘বাতাসে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক’ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী
  • ‘সরণ, বেগ, সময় এবং প্রতিধ্বনি এর মধ্যে সম্পর্ক’ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী
  • ‘দুই শব্দ একটি আরেকটির কতগুন’ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী
  • ‘শব্দের শক্তি ও তার বিস্তারের মধ্যে সম্পর্ক’ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী
  • কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন ও সমাধান
Download the app