Suffix & Prefix(Part 2)- English Grammar. Position of different parts of speech in Sentence.(SSC, HSC, ADMISSION TEST)

সবাইকে স্বাগতম, আজকে থাকছে ইংরেজি ২য় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক Suffix & Prefix নিয়ে ২য় পর্বের আলোচনা।

👉Suffix হলো এমন শব্দ যার নিজের কোনো অর্থ না থাকলেও অন্য অর্থবোধক শব্দের পরে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন সাধন করে।

👉একইভাবে, Prefix হলো এমন শব্দ যার নিজের কোনো অর্থ না থাকলেও অন্য অর্থবোধক শব্দের পূর্বে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন সাধন করে।

যেমনঃ en+joy(আনন্দ)=enjoy(আনন্দ করা)

👉এখানে, Joy ছিল Noun, কিন্তু Enjoy হলো Verb. এইভাবে Suffix & Prefix এর ক্ষেত্রে কোন জায়গায় কোন Parts Of Speech বসবে তা identify করতে পারলেই অনেক সহজেই কঠিন থেকে কঠিনতর প্রশ্নও সহজেই উত্তর করা যায়।তাই ১ম পর্বে বাক্যে কখন Noun হবে,কখন Adjective হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই পোস্টে কখন Verb হবে, কখন adverb হবে তা নিয়ে আলোচনা করা হবে

কখন Verb হবেঃ

  • Be verb Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হলে এর পরে Verb বসে (Sentence Active -এ হলে Verb এর ing form & Sentence Passive -এ হলে Verb এর Past Participle form হয়)।যেমনঃ English is treated(treat) as a foreign language.
  • Preposition এর ঠিক পরেই Gap- এ Verb বসতে পারে।(Preposition To হলে এর পর Verb এর Base form বসে কিন্তু অন্য যেকোনো Preposition এর পর Verb এর ing form বসে) যেমনঃ Decibel is a unit of measuring(measure) unit.
  • Subject এর ঠিক পরেই Gap- এ Verb বসতে পারে।( Sentence Simple Present tense & Subject 3rd Person Singular Number হলে Verb এর সাথে s/es এবং Simple Past tense হলে Verb এর Past Form হবে) যেমনঃ Learning differs(differ) from aquisition in many ways.
  • Modal Auxiliary Verb এর পর Gap- এ Verb বসতে পারে(Passive Voice-এ Be + Verb-এর Past Participle বসে)যেমনঃ We can avoid(avoidable) unnecessary diseases.
  • Sentence এর শুরুতে Gap- এ Verb {Present Participle (Active Voice)/ Past Participle(Passive Voice)} বসতে পারে. যেমনঃ We can avoid(avoidable) unnecessary diseases.

কখন Adverb হবেঃ

  • Sentence-এ Helping Verb & Main Verb এর মাঝে শূণ্যস্থানে Adverb বসে।যেমনঃ Financial supports are not equallly (equal) provided according to the requistition.
  • Sentence-এ Subj & Verb এর মাঝে শূণ্যস্থানে Adverb বসে।যেমনঃ He gladly(glad) accepted my proposal
  • Sentence-এ Verb & Adjective এর মাঝে শূণ্যস্থানে Adverb বসে।যেমনঃ The man became completely(complete) mad
  • বাক্যের শেষে শূণ্যস্থানে Adverb বসে। যেমনঃ Every person learns mother tongue naturally(natural)
  • Sentence এর শুরুতে শূণ্যস্থান এবং শূণ্যস্থানের পর Noun / Pronoun থাকলে শূণ্যস্থানে Adverb বসে।(শূণ্যস্থানের পর সাধারণত কমা থাকে) যেমনঃ Geographically(Geographical), Bangladesh lies in an active earthquake zone.
  • Passive Voice-এ Main Verb ও by যুক্ত Object এর মাঝে Gap- এ Adverb হতে পারে। যেমনঃ In days, Sisimpur was liked greatly(great) by people

আজকের আলোচনা এ পর্যন্তই থাকছে। পরবর্তীতে কোন টপিক নিয়ে পোস্ট চাও আমাদের জানাও, আমরা সেই টপিক নিয়ে অবশ্যই পোস্ট করবো। আর এই পোস্ট উপকারে আসলে নিজের বন্ধুদের কাছেও শেয়ার করো। আর আমাদের পোস্টের রেগুলার আপডেট ই-মেইলের মাধ্যমে পেতে নিচের লিংকে ক্লিক করে যথাযথ তথ্যের মাধ্যমে ফরমটি ফিল-আপ করুন।