Dhaka University Admission Circular 2023-24
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রেস বিজ্ঞপ্তি
ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু আগামী ১৮ ডিসেম্বর
২০২৩-২০২৪ শিক্ষার্ষে ৪টি ইউনিটের মাধামে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ -এ ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে। ইউনিটগুলো হচ্ছ “কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট” বিজ্ঞান ইউনিট” ‘বাবসায় শিক্ষা ইউনিট এবং *চারুকলা ইউনিট” । আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ভাউনলোড করা যাবে।
সভায় “আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম”-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযা্ী ‘কলা, আইন ওসামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার, “বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০১ মার্চ ২০২৪ শুক্রবার, বাবসা শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার এবং “চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ০৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। “চারুকলা ইউনিট” বাতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যুনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধামিক ও সমমান এবং ২০২৩ সনের | উচ্চ মাধামিক/সমমান পরীক্ষায় উউ্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, “কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ. যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসা শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩ এবং চারুকলা ইউনিউ’-এর জনা জিপিএ-যের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
Tag: dhaka university admission circular 2023 pdf, du admission circular 2023-24, dhaka university admission circular 2023 result, du circular 2023 dhaka university website du.ac.bd admission, dhaka university admission login, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩