জৈব রসায়ন-হাকেল তত্ত্ব অ্যারোমেটিসিটি | Organic Chemistry-Huckel Rule, Aromaticity

#CSA_MAT_Chemistry #জৈব_রসায়ন #Organic_Chemistry

★ হাকেল তত্ত্ব: রসায়নবিদ হাকেল (Eric Huckel, 1931) অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্ম বা অ্যারোমেটিসিটি প্রকাশের শর্তরূণে সঞ্চরণশীল এ ইলেকট্রন সহযোগে আণবিক অরবিটাল গঠন তত্ত্ব উপস্থাপন করেন। একে হাকেল তত্ত্ব বলে। এ তত্ত্বে এক বা একাধিক কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ ও সাইক্লিক আয়নের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করা সম্ভব। হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের প্রয়োজনীয় শর্তগুলোকে হাকেল নিয়ম (Huckel rules) বলে।

হাকেল তত্ত্বের মৌলিক নীতিগুলো হলো-

১. যৌগটিকে অবশ্যই স্থায়ী চাক্রিক কাঠামোবিশিষ্ট জৈব যৌগ হতে হয়।

২. কনজুগেটেড (conjugated) π -বন্ধন বা সঞ্চারণশীল (Delocalised) π-ইলেকট্রন উপস্থিত থাকতে হয়।

৩. বলয়টি সমতলীয় গঠন কাঠামো বিশিষ্ট হয় এবং বলয়ের প্রতিটি কার্বন পরমাণু বা অন্য কোনো মৌলের পরমাণু sp2 সংকরায়িত হয়।

৪. প্রতিটি বলয়ের মধ্যে (4n+2) সংখ্যক π ইলেকট্রন উপস্থিত থাকে। এখানে = 0,1,2,3….. ইত্যাদি। ৫. বিজোড় সংখ্যক ইলেকট্রেন জোড় কনজুগেশনে অংশগ্রহণ করে।

  • • n= 0 হলে π ইলেকট্রন (4×0+2)= 2 টি। এটি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে বোঝায়।
  • • n= 1 হলে π ইলেকট্রন (4×1+2)=6 টি। এটি বেনজিন, পাইরোল, থায়োফিন, পিরিডিন, ফিউরান বোঝায়।
  • •n= 2 হলে π ইলেকট্রন (4×2+2)= 10টি। এটি ন্যাফথলিনকে বোঝায়।
  • •n= 3 হলে π ইলেকট্রন (4×3+2)= 14 টি। এটি অ্যানথ্রাসিনকে বোঝায়।

★অ্যান্টি অ্যারোমেটিক যৌগ: যেসব চাক্রিক যৌগ বিপরীত অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে থাকে তাদেরকে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলে। যেমন- সাইক্লোবিউটাডাইন, সাইক্লোঅক্টাটেট্রাইন। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ নিচের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে:

১. চাক্রিক রেজনেন্স গঠন কাঠামো সৃষ্টি করে।

২. জোড় সংখ্যক ইলেকট্রন জোড় (2,4,6,8……) কনজুগেশনে অংশগ্রহণ করে।

৩. খুবই অস্থায়ী গঠন-কাঠামো সৃষ্টি করে থাকে।

৪. প্রতিটি চক্রের মধ্যে বা বলয়ের মধ্যে 4n-সংখ্যক π-ইলেকট্রন অবস্থান করে। এখানে n = 1, 2, 3, 4…. ইত্যাদি।

৫. ভাইমার গঠনের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে।

★নন-অ্যারোমেটিক যৌগ (Non Aromatic Compounds): যে সব যৌগ অ্যারোমেটিক ও অ্যান্টি অ্যারোমেটিক কোনো ধর্মই প্রদর্শন করে না। তাদেরকে নন-অ্যারোমেটিক যৌগ বলে। যেমন- CH4, CH3-CI, C6H12, C3H6, C4H8 ইত্যাদি।

Referrence: রসায়ন ২য় পত্র ( হাজারী ও নাগ স্যার, গুহ স্যার)

#teamCSA #CSA_MAT_Chem #HSC2024 #HSC2025 #Chemistry2ndpaper #medical_admission

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *