এস.এস.সি-বাংলা-১ম-পত্রের-বিভিন্ন-সাহিত্যিকদের-জীবনী-ও-সৃষ্টিকর্ম-মনে-রাখার-ছন্দ-১ম-পর্ব

বিভিন্ন সাহিত্যিকদের জীবনী ও সৃষ্টিকর্ম মনে রাখার ছন্দ-১ম পর্ব

সায়েন্স, কমার্স, আর্টসের পড়ার চাপে বাংলা, ইংরেজি পড়ার সময়ই পাওয়া মুশকিল। তাই প্রতিবছর বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করে এই সাবজেক্টগুলোয়। তাই আজকের আলোচনায় আমরা বাংলা ১ম পত্র নিয়ে পড়ালেখা করবো।বাংলা ১ম পত্রের কবি সাহিত্যিকদের রয়েছে অনেক গল্প, প্রবন্ধ যা মনে রাখার জন্য মুখস্ত করার চেয়ে ছন্দ আকারে মনে রাখা অনেক সহজ!! তাই,এইটাই আমাদের আজকের আলোচনার বিষয়

নৈর্ব্যক্তিক হোক বা জ্ঞানমূলক, বিভিন্ন সাহিত্যিকদের জীবনী খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো সাহিত্যিকের এতগুলো রচনা মনে রাখার সমাধান পেয়ে যাবেন নিচের ছবিগুলোতে আর আপনি যদি স্মার্টফোনের মাধ্যমে এখানে এসে থাকেন তাইলে ছবিগুলোর লেখা স্পষ্টভাবে দেখার জন্য স্মার্টফোনটি অটো-রোটেট অপশানের মাধ্যমে রোটেট করে দেখুন

প্রথমেই থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর রচনাগুলো মনে রাখার ছন্দ

এবার থাকছে প্রমথ চৌধুরীর রচনাগুলো মনে রাখার ছন্দ

 

এখন আলোচনা করা হবে কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী শরৎচন্দ্র চট্টপাধ্যায় নিয়ে                    

 

এবারের আলোচনায় থাকছে অসামান্য প্রতিভাধর সুপণ্ডিত ও ভাষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ্

এখন আলোচনায় থাকছে বাংলা কথাসাহিত্যের ২য় জনপ্রিয় শিল্পী- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়



আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তীতে থাকবে আরো কিছু সাহিত্যিকদের জীবনী ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি।

আর আমাদের পোস্টের রেগুলার আপডেট ই-মেইলের মাধ্যমে পেতে নিচের লিংকে ক্লিক করে যথাযথ তথ্যের মাধ্যমে ফরমটি ফিল-আপ করুন।

🟢 This Post Written & Credit by : Piyush Saha