তৎসম, তদ্ভব অর্ধ-তৎসম,দেশি ওবিদেশি শব্দ মনে রাখার উপায়(ছন্দ আকারে)-১ম পর্ব
বাংলা ভাষার শব্দ ভান্ডার
বাংলা ভাষা গােড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযােগে ক্ৰমে প্রচুর আরবি ও ফারসি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলাে ইংরেজ। ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ঐ সব ভাষার শব্দগুলােকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দসম্ভারের সমাবেশ হয়েছে, সেগুলােকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন – ১. তৎসম শব্দ ২. তদ্ভব শব্দ ৩. অর্ধ-তৎসম শব্দ ৪. দেশি শব্দ ৫. বিদেশি শব্দ। আর আজকের পোস্টে থাকবে এই শব্দগুলো মনে রাখার ছন্দ নিয়ে।
তৎসম শব্দ মনে রাখার টেকনিক:
- ধর্ম মতে চন্দ্র সূর্য নক্ষত্র মনুষ্য সবকিছুই পণ্ডিতের সৃষ্টি।
- রাজার আদেশে বৈষ্ণব চর্মকার তার কুৎসিত গৃহিণীর শ্রাদ্ধ জ্যোৎস্নারাতে সম্পন্ন করে নিজ নিজ হস্তে শ্রদ্ধার পাত্র ভরে ভবনে রেখে আসে
তদ্ভব শব্দ মনে রাখার টেকনিক: চামারের হাতে জুতাজোড়া দেখেছ কি?
অর্ধ তৎসম শব্দ মনে রাখার টেকনিক: জ্যোছনারাতে বোষ্টম কুচ্ছিত গিন্নির ছেরাদ্দ করেন।
দেশি শব্দ মনে রাখার টেকনিকঃ গঞ্জের এক কুড়ি বছর বয়সী মেয়ের বর টোপর মাথায় দিয়ে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ঢেঁকি নিয়ে পালালো
পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিকঃ গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে ধেকি, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা রাখলেন এবং কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন
ফরাসি শব্দ মনে রাখার টেকনিক: কার্তুজ রেঁস্তোরা ডিপোতে কুপন পাওয়া যাবে।
ওলন্দাজ শব্দ মনে রাখার টেকনিক: ওলন্দাজরা ইশকাপনের টেক্কা, তুরুপ, রুইতন, হরতন দিয়ে তাস খেলে।
গুজরাটি শব্দ মনে রাখার টেকনিক: গুজরাটি খদ্দেররা হরতাল করেছে।
তুর্কি শব্দ মনে রাখার টেকনিক: চাকরকে দারোগা চাকু ও তোপ মেরেছে।
চিনা শব্দ মনে রাখার টেকনিক: চিনারা চিনি ছাড়া চা খায়
মায়ানমার(বার্মিজ) শব্দ মনে রাখার টেকনিকঃ মায়ানমারের ফুঙ্গিরা লুঙ্গি পড়ে
জাপানি শব্দ মনে রাখার টেকনিকঃ জাপানে রিকশা ও হারিকিরি পাওয়া যায়।
ইংরেজি শব্দ মনে রাখার টেকনিকঃ
(i)অনেকটা ইংরেজি উচ্চারণেঃ ইউনিয়নের টিনের ঘরের ছেলে ব্যাগে পেন্সিল নিয়ে স্কুলে যায়। কলেজ ইউনিভার্সিটি’তে সবাই লাইব্রেরীতে বই পড়ে নোট আর পাউডার দিয়ে দাগ কেটে মাঠে মাস্টারদের মধ্যে ফুটবল খেলা হয়
আফিম | স্কুল | হাসপাতাল |
অফিস | বাক্স | বোতল |
আজকের পর্বে এ পর্যন্তই এবং পরবর্তী পর্বে আরো বেশকিছু শব্দ মনে রাখার টেকনিক আলোচনায় থাকবে এবং তার আপডেট পেতে নিচের ফর্ম ফিল আপ করে ফেলো