তৎসম, তদ্ভব অর্ধ-তৎসম,দেশি ওবিদেশি শব্দ মনে রাখার উপায়(ছন্দ আকারে)-২য়পর্ব
বাংলা ভাষার শব্দ ভান্ডার
বাংলা ভাষা গােড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযােগে ক্ৰমে প্রচুর আরবি ও ফারসি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলাে ইংরেজ। ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ঐ সব ভাষার শব্দগুলােকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দসম্ভারের সমাবেশ হয়েছে, সেগুলােকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন – ১. তৎসম শব্দ ২. তদ্ভব শব্দ ৩. অর্ধ-তৎসম শব্দ ৪. দেশি শব্দ ৫. বিদেশি শব্দ। আগের পর্বে আমরা উৎসমূলক শ্রেণীবিভাগ এর বেশ কয়েকটি শব্দ মনে রাখার টেকনিক আলোচনা করেছিলাম আর আজকে বাকিগুলো আলোচনায় থাকবে।
আরবি শব্দ মনে রাখার টেকনিক:
(i) ধর্ম সংক্রান্ত: ঈমানদার ইসলাম ওযু, গোসল করে এবং হাদিস কুরআন, জাকাত, তসবি পড়ার পর কোরবানি ও হজ করে। হারাম-হালাল আল্লাহর পথ মেনে তওবা করলে জান্নাত লাভ ও কিয়ামত, জাহান্নাম থেকে মুক্তি সম্ভব।
(ii) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: উকিল, মুক্তার, মুন্সেফ, মক্কেল কিতাব, কানুন, কলম ও দোয়াত নিয়ে মহকুমা আদালতের এজলাসে বসে রাউ খারিজ করেন। ঈদের দিনে আলেম, এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসান আছে, বাকির ওপর কেচ্ছা, দালালি বাদ দিয়ে নগদ দাও
ফারসি শব্দ মনে রাখার টেকনিক
(i)ধর্মসংক্রান্ত: খোদা বলেন, নামাজ ও রোজা আদায় না করলে গুনাহ হবে এবং ফেরেশতা তাকে বেহেস্তে না পাঠিয়ে দোজখে পাঠাবেন+ পয়গম্বর।
(ii)প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: বাদশার দরবারে জবানবন্দিতে মেথর ও তার বেগম বলেন তারই বান্দা ১০ তারিখে দোকানের চশমা, কারখানার তোষক, দৌলত, রশদ চুরি করে দফতরে দস্তখত দিয়ে অন্যের বিরুদ্ধে নালিশ করেছে।
(iii)বিবিধ: বদমাশির নমুনাস্বরুপ আদমি জিন্দা জানোয়ার রপ্তানি করে হাঙ্গামা আমদানি করে।
পারিভাষিক শব্দ : বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে
অম্লজান(oxygen) | উদযান(hydrogen) | নথি( file) |
প্রশিক্ষণ(training) | ব্যবস্থাপক(manager) | বেতার(radio) |
মহাব্যবস্থাপক(general manager) | সচিব(secretary ) | স্নাতক(graduate) |
স্নাতকোত্তর(post graduate) | সমাপ্তি (final) | সাময়িকী(periodical) |
সমীকরণ(equation) |
বাংলা ভাষার শব্দভাণ্ডার শব্দসম্ভার দেশী বিদেশী সংস্কৃতি যে ভাষা থেকে আসুক না কেন এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পত্তি এগুলো ভাষার সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে বাংলা থেকে আলাদা করে দেব চিন্তা কথা চিন্তাই করা যায় না। ২টি পর্বের মাধ্যমে আমরা মোটামুটি ভাবে শব্দের উৎস মূলক শ্রেণীবিভাগ এর মনে রাখার টেকনিক আলোচনা করেছি। আর শব্দের গঠন মূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ মনে রাখার টেকনিক নিয়ে খুব শীঘ্রই আমাদের পোস্ট আসবে ইনশাল্লাহ।তার আপডেট পেতে নিচের ফর্ম ফিল আপ করে ফেলো