Right Form Of Verbs-Shortcut (Part-1)
সবাইকে স্বাগতম, আমাদের আজকের পোস্টে থাকছে English Grammar এর অন্যতম গুরুত্বপূর্ণ টপিক Right Form Of Verbs নিয়ে যাবতীয় আলোচনা। পরীক্ষায় Right Form Of Verbs থেকে ৫ মার্কের প্রশ্ন আসে এবং একটু টেকনিক ব্যবহার করলেই ৫ এ ৫-ই পাওয়া সম্ভব।তাই আমরা আশা করছি তোমরা আজকের পোস্টটা গুরুত্ব সহকারে পড়বে এবং কাজে লাগাবে। মোট ২টা পোস্টের মাধ্যমে Right Form Of Verbs এর গুরুত্বপূর্ণ সব আলোচনা কাভার করা হবে ইনশাআল্লাহ।
আজকের পোস্টের শুরুতে থাকবে একদমই বেসিক কিছু আলোচনা থাকবে এবং পরের দিকে থাকবে মেইন কিছু রুলসের শটকার্ট টেকনিক।
-
আমরা জানি, Verb এর রুপসূমহ:
- Base form– Love, drink
- Past form– Loved, drank
- Past participle form– Loved, drunk
- S/ es form– Loves, drinks.
- Gerund form-loving, drinking
- Infinite form-{to+ Verb(base form)}-to love, to drink
-
To Be verb সূমহ:Am, is, are, was, were, shall be/will be, have been, has been, shall have been/will have been.
-
To Have Verb সূমহ: Have, has, had, shall have, will have
-
To Do verb সূমহ: Do, Does, Did.
-
Model & Semi Model সূমহ: Shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, ought to, am to, are to, is to, was to, were to, have to, has to, had to ইত্যাদি।
-
(Model Related)
-
Modal+V1 👉 They must (following) the rules of school =follow
-
Modal+be+V3 👉 It can easily be(solve) within seconds =solved
-
Modal+have+V3 👉You might have(hear) the name of Aamir Khan =heard
-
(Do, Does, Did সংক্রান্ত)
-
To Do verb+V1 👉She did not (phoned) me last night= phone
-
To Have Verb+V3 হবে। 👉 Have you ever (is) in Dinajpur= been
-
(Preposition সংক্রান্ত)
-
Preposition থাকলেই Verb এর Base Form এরসাথে ing যোগ হবে। 👉 For (buy) a pen, she went to new = buying
-
শুধু একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে To থাকলে জাস্ট Verb এর Base Form হবে। 👉 To(buy) a pen, she went to New Market = buy
-
(Be verb সংক্রান্ত)
-
Active voice-এ
To be verb হলে (Verb এর Base Form +ing) হবে।
কারনএখানে Sub নিজে verb এর কাজ করে 👉Govt is (import) Onions from India = importing হবে।
-
Passive voice-এTo be verb+ Verb এর Past Participle, হবে
।
উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা।👉Onions are being(import) from India =imported হবে। কারন এখানে সাবজেক্ট Onions অলস। কারনOnions Indiaথেকে আনা হয়,
Onionsহেটে হেটে চলে আসে না। তাই Verb এর
Past Participleহবে। import এর V3 হচ্ছে Imported.
-
HUS=হুস Typeএ
র Sentence-
এVerb Present Indefinite tense হবে।
-
Arguon Fedos
Sentence-
এথাকলেVerb Present Indefinite tense হবে।
-
FM DECK U PASS=এফ,এম দেখে তুমি পাস এরপরে Verb এর ing form হবে।F= Finish, M= Miss, D= Dislike, E= Enjoy, C= Consider, K= Keep, U= Understand, P= Postponed, A=(Avoid, appreciation, admit), S= (Suggest, stop)
-
DAN TIR=ধান তীর, থাকলে Verb এর present continuous tense বসবে। D= Day by day, A= At present, At this moment, N= Now, T= The moment, I= Increasingly, R= Rapidly
-
Pally boou= পল্লী বউ, Sentence-এ
থাকলে Verb এর Past form বসে। P= Previously, A=(After a few days, Ago) L= Longtime ago, L=last night/month/day, Y= Yesterday, B= Before, O= Once, O= One day, U= once Upon a time
Once upon a time, there was a great leader in Bangladesh
-
J LAYER/এই মাত্র হয়েছে বললেই Verb-এর
Past participle form। J=Just, J=just now, A=Already, L=Lately, E=Even, R=Regularly বুঝায়।
I ( Receive) your Sms just now= have received