Suffix & Prefix- English Grammar. Position of different parts of speech in Sentence.(SSC, HSC, ADMISSION TEST)

সবাইকে স্বাগতম, আমাদের আজকের পোস্টে থাকছে ইংরেজি ২য় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক Suffix & Prefix নিয়ে যাবতীয় আলোচনা।

👉Suffix হলো এমন শব্দ যার নিজের কোনো অর্থ না থাকলেও অন্য অর্থবোধক শব্দের পরে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন সাধন করে।

👉একইভাবে, Prefix হলো এমন শব্দ যার নিজের কোনো অর্থ না থাকলেও অন্য অর্থবোধক শব্দের পূর্বে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন সাধন করে।

যেমনঃ en+joy(আনন্দ)=enjoy(আনন্দ করা)

👉এখানে, Joy ছিল Noun, কিন্তু Enjoy হলো Verb. এইভাবে Suffix & Prefix এর ক্ষেত্রে কোন জায়গায় কোন Parts Of Speech বসবে তা identify করতে পারলেই অনেক সহজেই কঠিন থেকে কঠিনতর প্রশ্নও সহজেই উত্তর করা যায়।তাই ২টি পর্বের মাধ্যমে বাক্যে কীসের পর কোন Parts Of Speech বসবে তা নিয়ে আলোচনা করা হবে

1.কখন Noun হবেঃ

  • Article (a, an, the) এর পরে Noun বসে।যেমনঃ I saw a snake; The man is running; He seems to be an Australian
  • Preposition এর পরে Noun বসে।যেমনঃ They love to sing. Bangladesh is a land of rivers
  • Possessive noun/pronoun এরপর Gap- এ Noun বসে। যেমনঃThis pandemic situation will remain in(memorable) memory for certain times
  • Adjective এর পর সাধারণত Noun বসে।যেমনঃ It is important to have a balanced diet
  • Transitive Verb এর পর Noun বসে। যেমনঃ We have achieved progress in education field.
  • Have/Has/Had(মূল Verb হিসেবে ব্যাবহৃত হলে) এর পর Noun বসে। যেমনঃ The people have no awareness of Corona-Virus
  • বাক্যের Subject/object এর স্থানে Noun বসে। যেমনঃ Development of Bangladesh is dependent on its citizens.

2. কখন Adjective হয়ঃ

  • Adverb এর পরে Adjective বসে। যেমনঃ Sound pollution is very harmful to people
  • Linking verb(remain, fell, look, be become, seem, smell, sound, stay, get, grow, keep, taste, turn)এর পর Adjective বসে। যেমনঃ Even, the oceans are getting polluted.
  • Be verb(am/is/are/was/were) বাক্যের মূল verb হিসেবে ব্যবহৃত হলে এর পরে Adjective বসে।যেমনঃ You should be competent in communicating with others
  • Than এর পূর্বে Adjective এর comparative form বসবে। যেমনঃ Town areas are noisier than remote areas.
  • Noun এর পূর্বে Adjective বসে। যেমনঃ He received agricultural training from NHC
  • Article ও Noun এর মাঝে শূণ্যস্থানে Adjective বসে।যেমনঃ Living in a noisy environment may be harmful for us
  • Subject এর পর শূণ্যস্থান এবং শূণ্যস্থানের পর Noun + Preposition থাকলে শূণ্যস্থানে Adjective বসে।যেমনঃ The work done by Rahim was excellent.

আজকের আলোচনা এ পর্যন্তই থাকছে। পরবর্তী থাকবে Suffix & Prefix নিয়ে বাকী আলোচনা।

এই পোস্ট উপকারে আসলে নিজের বন্ধুদের কাছেও শেয়ার করো। আর আমাদের পোস্টের রেগুলার আপডেট ই-মেইলের মাধ্যমে পেতে নিচের লিংকে ক্লিক করে যথাযথ তথ্যের মাধ্যমে ফরমটি ফিল-আপ করুন।