উপসর্গ মনে রাখার কৌশল-১ম পর্ব (বাংলা ব্যাকরণ)
সবাইকে স্বাগতম, আমাদের আজকের পোস্টে থাকছে বাংলা ২য় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক উপসর্গ নিয়ে যাবতীয় আলোচনা। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কমপক্ষে ১টা প্রশ্ন আসতে দেখা যায়,তাই আমরা আশা করছি তোমরা আজকের পোস্টটা গুরুত্ব সহকারে পড়বে এবং কাজে লাগাবে। মোট ২টা পোস্টের মাধ্যমে উপসর্গ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব আলোচনা কাভার করা হবে ইনশাআল্লাহ
⬛উপসর্গ হলো অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ যা অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে।
★★★উপসর্গের অর্থবাচকতা(নিজের অর্থ) নেই কিন্তু অর্থদোত্যকতা(অন্য শব্দের পূর্বে বসে ঐ শব্দের অর্থ পরিবর্তন করার ক্ষমতা) রয়েছে। উপসর্গ তিন প্রকারঃ
- বাংলা উপসর্গ,
- সংস্কৃত উপসর্গ
- বিদেশি উপসর্গ(আরবি,ফারসি,হিন্দি ইত্যাদি)
★বাংলা উপসর্গ(২১টি): সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম
মনে রাখার ছন্দঃ সুহাস, আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার,কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি– অঘারাম
★সংস্কৃত উপসর্গঃ(২০টি) অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্রতি, অতি, উৎ, পরা, নির, বি, পরি, দূর, উপ, অব, অভি, আ, নি
মনে রাখার ছন্দঃ অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু–প্রতিষ্ঠায় অতি উৎসাহে পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ,অভিযান আনিয়েছে।
★বিদেশি উপসর্গঃ
আরবি উপসর্গঃ আম খাস লা গর
ফারসি উপসর্গঃ নিম ফি বে দর কার বদ না কম বর ব
হিন্দি উপসর্গঃ হর
আজকের আলোচনা এ পর্যন্তই থাকছে। পরবর্তী আলোচনায় থাকবে বাংলা এবং সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত শব্দ মনে রাখার টেকনিক।