উপসর্গ মনে রাখার কৌশল-২য় পর্ব (বাংলা ব্যাকরণ)- SSC, HSC, ADMISSION TEST
সবাইকে স্বাগতম উপসর্গ নিয়ে আলোচনার ২য় পর্বে। উপসর্গ ১ম পর্বে আলোচনা হয়েছিল বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ মনে রাখার টেকনিক নিয়ে। আর আজকের আলোচনায় থাকছে বাংলা এবং সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত শব্দ মনে রাখার টেকনিক নিয়ে।
বাংলা উপসর্গ ২১টি এবং সংস্কৃত উপসর্গ ২০টি। আর এর মাঝে ৪টি(আ,সু,বি,নি)উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ভাষায়ই রয়েছে। আগের পর্বে আলোচিত ছন্দ দ্বারা ভাষানুযায়ী উপসর্গ মনে রাখলে তা দ্বারা গঠিত শব্দ খুব সহজেই চেনা যায়।কিন্তু এর মাঝে ৪টি(আ,সু,বি,নি) উপসর্গ যা বাংলা ও সংস্কৃত উভয় ভাষায়ই রয়েছে তা দ্বারা গঠিত শব্দ চেনার জন্য একটু ঝামেলা হয়।
◾নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে আ,সু,বি,নি উপসর্গ দ্বারা গঠিত ৪৯টি শব্দ(বাংলা+ সংস্কৃত) রয়েছে। তাই আ,সু,বি,নি উপসর্গ দ্বারা গঠিত বাংলা শব্দের ২৫টি উদাহরণ মনে রাখলেই বাকি ২৪টি শব্দ সংস্কৃত হিসেবে সহজেই মনে রাখা সম্ভব। তাই এখানে বাংলা আ,সু,বি,নি উপসর্গ দ্বারা গঠিত শব্দ মনে রাখার টেকনিক দেওয়া হলোঃ
★★★বাংলা ‘আ’ ও ‘বি’ উপসর্গযোগে গঠিত শব্দঃ বিকাল, বিভুঁই, আঁকাড়া, আচালা, আছাঁকা, আধোয়া, আলুনি, বিফল, বিকল, আকাঠা, আগাছা, আকাশ, বিনামা, বিপথ
মনে রাখার টেকনিকঃ একদিন বিকালে বিভুঁই আঁকাড়া, আচালা, আছাঁকা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল
★★★বাংলা ‘সু’ উপসর্গযোগে গঠিত শব্দঃসুমনা, সুমন, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম
⚫মনে রাখার টেকনিকঃ সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো।
★★★বাংলা ‘নি’ উপসর্গযোগে গঠিত শব্দঃ নিদয়, নিলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ, নিখোঁজ
⚫মনে রাখার টেকনিকঃ নিদয় নামের নিলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলেন
আজকের আলোচনা এ পর্যন্তই থাকছে। পরবর্তী আলোচনায় থাকবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক। এই পোস্ট উপকারে আসলে নিজের বন্ধুদের কাছেও শেয়ার করো। আর আমাদের পোস্টের রেগুলার আপডেট ই-মেইলের মাধ্যমে পেতে নিচের লিংকে ক্লিক করে যথাযথ তথ্যের মাধ্যমে ফরমটি ফিল-আপ করুন।